নাসিরনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত।

খ,ম,জায়েদ হোসেন
নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবি সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু সহনশীল মাছ চাষে,জীবন জীবিকায় সমৃদ্ধি আসে’স্লোগানকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২১ অক্টোবর সকালে র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান শাকিল। স্বাগত বক্তব্য রাখেন এফএও ফিল্ড কো-অর্ডিনেটর ড: শফি উল্লাহ্’। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া, মৎস্যজীবী সুতলাল চৌধুরী প্রমুখ।
এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন মৎস্যজীবি,মৎস্যচাষী ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা সম্পর্কিত বিভিন্ন সচেতনামূলক নাটিকা, গান,ছবি অঙ্কন ইত্যাদি প্রদর্শন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।