নাসিরনগরে ভিক্ষার বিকল্প কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উপকরন বিতরণ

খ ম,জায়েদ হোসেন,
নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) থেকে।
ভিক্ষা বৃত্তি হতে নিবৃত করা ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নাসিরনগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় কতৃক ৭ জন তালিকাভুক্ত ভিক্ষুককে বিনামূল্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উপকরন প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে “ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শির্ষক কর্মসুচি”র আওতায় নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অনাড়ম্বর পরিবেশে উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন উপজেলার ৭ জন তালিকা ভুক্ত ভিক্ষুকের মাঝে ভ্যানগাড়ি, অটোরিকশা, ছাগল, মুদি ব্যবসার মালামাল ইত্যাদি উপকরন বিতরন করেন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল, স্হানীয় সংবাদকর্মী, সেবা গ্রহীতা ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য নিন্মে উল্লেখিক ভিক্ষুদের মাঝে নিম্ন উল্লেখিত সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোছা: আয়েশা বেগম(ভ্যানগাড়ী ও প্লাস্টিকের মালামাল), মারুফা বেগম (অটোরিকশা) হোসেনা বেগম(মুদি দোকানের মালামাল) ,জয় রানী দেবনাথ (ছাগল), বিষ্ণু সরকার (শীদল শুটকি), রুপবানু বেগম (ছাগল) এবং রৌশন আলী খা (চা ও মুদি দোকানের মালামাল) ৷