পাসপোর্ট জালিয়াতি: নওগাঁ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি নাগরিকত্ব প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান পরিচালনাকালে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
অভিযানের অংশ হিসেবে দুদক টিম নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে নথি সংগ্রহের পর নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিস এবং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ থেকেও অতিরিক্ত নথিপত্র সংগ্রহ করে। সংগৃহীত নথিপত্র থেকে দৈবচয়নের ভিত্তিতে কিছু আবেদন যাচাই করে প্রাথমিকভাবে অভিযোগের প্রাসঙ্গিকতা পর্যালোচনা করা হয়।
প্রাথমিক পর্যালোচনায় দুদকের টিমের নিকট প্রতীয়মান হয়েছে যে, অসাধু যোগসাজশে বিধিবহির্ভূতভাবে ভারতীয় নাগরিকদের পাসপোর্ট প্রদান করার অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্রগুলো পূর্ণাঙ্গরূপে পর্যালোচনাক্রমে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।






