বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বগুড়া অফিস:
বগুড়ার শেরপুরে ছুটি কাটাতে বাড়িতে এসে বিদ্যুৎস্পৃষ্টে এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনি নগর আলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রায়হানুল ইসলাম রানা (৪০)। তিনি জয়পুরহাট জেলা পুলিশের কনস্টেবল (কং/৩২৯, বিপি নং–৮৫১২১৪৫৬৬৬) হিসেবে কর্মরত ছিলেন। রানা হাপুনিয়া কলোনি নগর আলা গ্রামের মৃত শাহ আনোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি রায়হানুল ইসলাম রানার নৌ-পুলিশে বদলি হয়। আগামীকাল রবিবার তার ঢাকায় যোগদানের কথা ছিল। ছুটি নিয়ে বাড়িতে এসে সকালে নিজের ঘরের বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






