বিএনপিকে সমালোচনা গ্রহণের আহ্বান মাহমুদুর রহমানের

বাংলার ২৪ ঘণ্টা রিপোর্ট:
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিএনপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে সমালোচনা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকদের ওপর আঘাত বা হামলার মাধ্যমে সমালোচনা এড়ানো চলবে না।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, গতকাল (১৯ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তার এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। “আমার সহকর্মীর ওপর যে আঘাত হয়েছে, আমি মনে করি তা আমাকে করা হয়েছে। দুইটিতেই কোনো পার্থক্য নেই।”
মাহমুদুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোকে সমালোচনাকে গ্রহণ করা শিখতে হবে। সাংবাদিকতার সঙ্গে জড়িত ব্যক্তিরা যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে গণমাধ্যমের কাজ বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, “দৈনিক আমার দেশ কোনো দলের পক্ষে নয়, বাংলাদেশের পক্ষে। রাজনৈতিক নেতারা যদি এটি বুঝতে পারতেন, পত্রিকার কাজ অনেক সহজ হতো।”
তিনি আরও বলেন, সমালোচনার বদলে আপনারা সাংবাদিককে আহত করবেন, সাংবাদিকদের গায়ে হাত তুলবেন, এটা চলবে না। এটার জন্য আমি আপনাদেরকে বলছি আমাদের সর্বশক্তি দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। ভারতের বিরুদ্ধে লড়াই করেছি। একটা পত্রিকা দিয়ে। এই পত্রিকাটি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে যাব।
মাহমুদুর রহমান বলেন, কুষ্টিয়াতে ২০১৮ সালে আমাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল এবং গতকাল চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যেটা করা হয়েছে দুইটার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। দুইটা ঘটনা একই। তাহলে আমরা এত বড় বিপ্লব থেকে কী শিখতে পেলাম?