বিদেশ থেকে কত ভরি সোনা আনা যাবে শুল্ক ছাড়াই?

বাংলার ২৪ ঘণ্টা রিপোর্ট :
বিদেশ থেকে দেশে ফেরার সময় এখন যাত্রীরা শুল্ক ছাড়াই সঙ্গে আনতে পারবেন সর্বোচ্চ ৮ ভরি ৫৭ আনা (প্রায় ১০০ গ্রাম) সোনার অলংকার। নতুন ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী, বছরে একবার এ সুবিধা নিতে পারবেন প্রত্যেক যাত্রী।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এই নতুন বিধিমালা জারি করেছে, যা কার্যকর হওয়ার পর থেকে বিদেশফেরত যাত্রীদের জন্য সোনা আনার নিয়ম আরও সহজ হলো। নতুন বিধি অনুযায়ী, কেউ চাইলে শুল্কমুক্তভাবে ১০০ গ্রাম সোনার গয়না বা ২০০ গ্রাম রুপার গয়না আনতে পারবেন, তবে একই ধরনের গয়না ১২টির বেশি আনা যাবে না।
এছাড়া, যারা সোনার বার আনতে চান, তারা বিশেষ শুল্ক (প্রতি তোলা ৫,০০০ টাকা) পরিশোধ করে বছরে ১০ তোলা (প্রায় ১১৭ গ্রাম) ওজনের সোনার বার আনতে পারবেন। নির্ধারিত সীমার মধ্যে সোনা থাকলে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণের প্রয়োজন নেই। যাত্রীরা সরাসরি গ্রিন চ্যানেল দিয়ে বিমানবন্দর ত্যাগ করতে পারবেন।
এরই মধ্যে দেশের বাজারেও সোনার দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম এখন ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিদেশ থেকে শুল্কমুক্ত সোনা আনার এই নতুন সুযোগ বৈধ পথে স্বর্ণ আমদানি বাড়াবে এবং কালোবাজারি দমনে সহায়ক ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি দেশে সোনার দামের ওপরও কিছুটা প্রভাব ফেলতে পারে।