বিশ্বের সেরা ৭ স্টেডিয়ামের তালিকায় সিলেট

সবুজ পাহাড়, চা-বাগান এবং নির্মল প্রাকৃতিক সৌন্দর্যের আবহে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক গর্বের উপলক্ষ এনে দিয়েছে। ইংল্যান্ডভিত্তিক সুপরিচিত ক্রিকেটমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’ সম্প্রতি বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে এই নয়নাভিরাম ভেন্যুটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিলেট শহরের এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত এই ক্রিকেট মাঠটি দর্শকদের কাছে বরাবরই বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। চারপাশের সবুজ পাহাড়ের সারি, চা-বাগানের ফাঁক গলে আসা সূর্যের আলো এবং সকাল-সন্ধ্যার কুয়াশাচ্ছন্ন দৃশ্য মাঠটিকে এক অনন্য সুন্দর রূপকথার রাজ্যে পরিণত করেছে। প্রকৃতির কোলে গড়া এই মাঠের সৌন্দর্য সত্যিই নজরকাড়া।
‘ক্রিকেট ৩৬৫’ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড় ও চা-বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চোখের জন্য এক আনন্দের স্থান। মাঠের চারপাশের সবুজ দৃশ্যপট দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে বসে ক্রিকেট খেলা উপভোগ করা হচ্ছে। তারা এই ভেন্যুর প্রাকৃতিক পরিবেশের বিশেষ প্রশংসা করেছে।
২০০৭ সালে নির্মিত এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে ২০১৪ সালের ১৭ মার্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখানে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের সফল আয়োজন করেছে।
বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের এই তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি আরও যে স্থানগুলো রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের এক উজ্জ্বল পরিচয়ের প্রতিফলন হিসেবে সিলেট স্টেডিয়াম আজ প্রকৃতি ও ক্রিকেটের এক অপূর্ব মিলন ঘটিয়ে ‘সবুজ গৌরবের মাঠ’ হিসেবে পরিচিতি লাভ করেছে।








