সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে এবং নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
সাহেবগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, জার্মান বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সাহেবগঞ্জ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকা ও উল্টো পথে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি ১৯ অক্টোবর একই স্থানে দত্তকুশা গ্রামের উপসহকারী প্রকৌশলী রবিন ইসলাম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ, স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ এবং যানবাহনের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “জনস্বার্থে এ দাবিটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”