হামাস নেতা সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা নিয়ে ভাবছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার তেল সুলতান এলাকায় সম্মুখ যুদ্ধে সিনাওয়ার নিহত হওয়ার পর ইসরায়েলি সেনারা তার মরদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছিল।
সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ সোমবার (২০ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলি পরিবহণমন্ত্রী মিরি রেগেভ সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে হস্তান্তরের বদলে পুড়িয়ে ফেলার প্রস্তাব দিয়েছেন। মন্ত্রীর এই প্রস্তাবটি বর্তমানে নিরাপত্তা কর্মীরা বিবেচনা করছেন।
অতি গোঁড়া রেডিও স্টেশন কোল বারামাকে দেওয়া সাক্ষাৎকারে মিরি রেগেভ নিজে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমি মনে করি মার্কিনিরা বিন লাদেনের সাথে যা করেছিল, আমাদের ঠিক একই কাজ করা উচিত।” তিনি আরও জানান, এই প্রস্তাবটি তিনি মন্ত্রিসভায় উত্থাপন করেছেন এবং বলেছেন, “কিছু প্রতীক কখনো ফেরত দেওয়া উচিত নয়।”
এই দখলদার মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন যে, সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে ফেরত দিলে এবং তা কবরস্থ করা হলে মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হতে পারে। তিনি বলেন, “আমি মনে করি কিছু কিছু প্রতীক (মরদেহ) অবশ্যই ফেরত দেওয়া উচিত নয়। দুর্ভাগ্যবশত, আমরা জানি মধ্যপ্রাচ্যে এবং এই অঞ্চলে যা হয়, সেটি বিবেচনা করে আমি বলব কোনোভাবেই যেন সিনাওয়ারকে কবরস্থ করা না হয়।” উল্লেখ্য, ২০১১ সালে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তার কবরকে কেন্দ্র করে যাতে মাজার তৈরি না হয়, সেই আশঙ্কায় মার্কিন সেনারা তার মরদেহ সমুদ্রে ফেলে দিয়েছিল।