হোসেনপুর প্রেসক্লাবের সহসভাপতি ফরিদের ভাইয়ের মৃত্যুতে শোক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার প্রতিনিধি ফরিদ উদ্দিন আহমেদের ছোট ভাই মিজানুর রহমান মুর্শেদ (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে বাদ মাগরিব উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মিজানুর রহমান ওই গ্রামের মালে হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে এম মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়া পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



