তৃতীয় লিঙ্গ, নারী-পুরুষসহ ৬০ জনকে হস্তান্তর করেছে বিএসএফ

মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ও কাজিপুর সীমান্ত এলাকা দিয়ে তৃতীয় লিঙ্গ, নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬০ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পৃথক দুটি স্থানে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। জীবিকার সন্ধানে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এই নাগরিকরা সেদেশে আটক হয়েছিলেন।
কাথুলী সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের কাথুলী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন নদীয়া জেলার তেহট্ট থানার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের তেইনপুর কোম্পানি সদর দপ্তরের কমান্ডার এসি আনচ কুমার। সুবেদার মিজানুর রহমান জানান, মেইন পিলার ১৩২/২ এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কাথুলী বিওপি সীমান্ত এলাকার পাঁচ গজ ভারতের ভেতরে তেইনপুর নামক স্থানে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে ১৫ জন নারী, ১০ জন পুরুষ ও ৫ জন শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে বিএসএফ হস্তান্তর করে। হস্তান্তরকৃতদের মধ্যে যশোর, নড়াইল, খুলনা, নারায়ণগঞ্জ, পাবনা, জামালপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ এবং ঢাকা জেলার বাসিন্দারা রয়েছেন।
এদিকে, কাজিপুর সীমান্তে অনুষ্ঠিত অপর পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ৪৭ বিজিবির কাজিপুর বিওপির সুবেদার মো. শাহাবুদ্দিন। অন্যদিকে, ভারতের পক্ষে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের ইন্সপেক্টর এবিসন ফ্রাঙ্কসহ একটি টিম উপস্থিত ছিল। সুবেদার শাহাবুদ্দিন নিশ্চিত করেন, সীমান্ত পিলার ১৪৭ এমপি আর কবর নামক স্থানে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে ৮ জন পুরুষ, ১৫ জন মহিলা এবং ৭ জন তৃতীয় লিঙ্গের নাগরিকসহ আরও ৩০ জনকে হস্তান্তর করা হয়।
কাজিপুর সীমান্ত দিয়ে হস্তান্তরকৃতদের তালিকায় নড়াইল, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঢাকা, সুনামগঞ্জ, ভোলা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নোয়াখালী, খুলনা, ফেনী, বগুড়া ও হবিগঞ্জ জেলার বাসিন্দারা রয়েছেন। উভয় সীমান্ত দিয়ে হস্তান্তরকৃত সকলের নাম ও ঠিকানা যাচাইয়ের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের গাংনী থানায় পাঠানো হয়েছে। গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে এবং সঠিক পরিচয় নিশ্চিত করার পর এই বাংলাদেশি নাগরিকদের তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





