ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নের ৬২নং তত্তিপুর ভোট কেন্দ্র ভিত্তিক নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪অক্টোবর) বিকাল ৩-৩০টায় উপজেলার মাগুরা -তত্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রে ভিত্তিক মহিলা সমাবেশ। সময় প্রায় ৫ শতাধিক নারী দলের কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিএনপির উপর, খালেদা জিয়া, তারেক রহমানের উপর আস্থা রাখুন,। গত ১৭ বছরে তিনটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কাউকে ভোট কেন্দ্রে যেতে হয়নি। সেই নির্বাচন দিনের ভোট রাতেই হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করা। যদি আমরা ধানের শীষ প্রতিককে জয়লাভ করাতে না পারি তাহলে বিএনপি ক্ষমতায় আসবে না। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হবে না।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে মা-শিশুদের জন্য আধুনিক চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রকৃত বয়স্ক মানুষের বয়স্কভাতা নিশ্চিত করা হবে। অস্বচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
ইউনিয়ন মহিলাদলের নেত্রী রিজিয়া বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, বিএনপিঢাকা মহানগর উত্তর কৃষক দলের বিপ্লবী যুগ্ন আহবায়ক ও তরুণ সমাজসেবক রেন্টু মিয়া এস এম আমিরুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মোছা করিম।





