মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবিতে টানা আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষতি পুষিয়ে নিতে প্রতি শনিবার ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয় থেকে আলোচনার পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষক ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, “আমরা জাতিকে বুঝিয়ে দিতে চাই, কোমলমতি শিক্ষার্থীদের কোনো ক্ষতি আমরা চাই না। আমাদের কষ্ট হলেও আগামী শনিবার থেকে স্কুল-কলেজ খোলা রেখে অতীতের আট দিনের ক্ষতি পুষিয়ে দেবো।”
দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, “চিকিৎসা ভাতার বিষয়ে আমরা অনেক চেষ্টা করেছি, তবে সরকার জানিয়েছে তারা বিষয়টি প্রক্রিয়াধীন রেখেছে। আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে আলোচনায় বসে অন্যান্য বিষয় নিয়েও সমাধানের পথ খোঁজা হবে।”
তিনি আন্দোলনকে ‘একটি বড় বিজয়’ উল্লেখ করে বলেন, “সব রাজনৈতিক দল আমাদের সহযোগিতা করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা বাড়িভাড়া ভাতায় সাফল্য পেয়েছি, তবে চিকিৎসা ও উৎসব ভাতার বিষয়ে আলোচনার সুযোগ এখনো আছে।”
গত কয়েক সপ্তাহ ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ও অন্যান্য আর্থিক দাবিতে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সরকারের সিদ্ধান্তে ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা আসার পর তারা আন্দোলন স্থগিত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিরেছেন।