রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে ট্রাম্পের আল্টিমেটাম

রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের পণ্যের ওপর ‘ব্যাপক শুল্ক’ আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার এখনও কোনো মন্তব্য করেনি বা রাশিয়ার তেল কেনা নিয়ে নিজেদের বর্তমান অবস্থানও স্পষ্ট করেনি। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সোমবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছিলেন যে ভারত আর রাশিয়া থেকে তেল আমদানি করবে না। ট্রাম্পের ভাষ্যমতে, মোদি তাকে বলেছিলেন, “আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না।” কিন্তু ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে যদি ভারত এই আমদানি চালিয়ে যায়, তাহলে দেশটির পণ্যের ওপর “বিশাল শুল্ক” আরোপ করা হবে।
রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ ক্রমাগত বাড়ছে। ওয়াশিংটনের দাবি, এই ধরনের বাণিজ্যিক লেনদেন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ পরিচালনায় পরোক্ষভাবে অর্থায়ন করছে। ট্রাম্প বারবার জানিয়েছেন যে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে বিদ্যমান শুল্ক বহাল থাকবে বা তা আরও বাড়ানো হবে।
উল্লেখ্য, ইতোমধ্যেই ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার অনেক বৃদ্ধি পেয়েছে। এই বছরের আগস্টে ট্রাম্প এই শুল্কের হার বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেছেন। এই বর্ধিত শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধসহ বিভিন্ন বিস্তৃত পণ্যের ওপর প্রযোজ্য। এর আগেও চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প একই দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী মোদি তাকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত ট্রাম্পের এই বক্তব্য নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।