লোহাগড়ায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর বৃত্তি প্রদান

এস এম শরিফুল ইসলাম (নড়াইল প্রতিনিধি):
নড়াইলের লোহাগড়ায় যমুনা ব্যাংক এর সিএসআর কার্যক্রমের আওতায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক আর্থিকভাবে অচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১অক্টোবর) সকালে যমুনা ব্যাংক লোহাগড়া বাজারশাখার উদ্যোগে ব্যাংকের কার্যালয়ে শাখা ব্যবস্থাপক ইউসুপ হোসেনের
সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,সহকারী ব্যবস্থাপক তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন,লোহাগড়া সরকারি আদর্শ কলেজেরঅধ্যক্ষ রেহেবার দারাজ, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান,এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এসএম সাইফুল্লাহ মামুন।

লোহাগড়ায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর বৃত্তি প্রদান
এছাড়া ও উপস্থিত ছিলেন, সিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির তোহিদুর
রহমান,শিক্ষক কাজী কামরুল হুদা,শিক্ষক সুবিনা ইয়াসমিন সাথী, নিলুফা ইয়াসমিনসহ শিক্ষার্থী, অবিভাবক, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ।
জানা গেছে, যমুনা ব্যাংক ফাউন্ডেশন এ বছর লোহাগড়া উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যায়নরত ছয় জন আর্থিকভাবে অচ্ছল
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রথমে ৫ হাজার টাকা এবং পরবর্তিতে প্রতিমাসে ৩ হাজার করে টাকা করে প্রদান হবে।