আখাউড়ায় প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ৫ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস সড়কের রেগুলার চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জাহেদুল কাদের ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। সকাল সাড়ে ৮টার দিকে একটি প্রাইভেটকারে থাকা পাঁচজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে তিন প্যাকেট ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

আখাউড়ায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে ইয়াবা পাচার: নগদ টাকাসহ ৫ জন গ্রেফতার