১ ও ২ টাকার কয়েন লেনদেনে অনীহা প্রকাশ আইনের সুস্পষ্ট লঙ্ঘন

দেশের বিভিন্ন এলাকায় এক ও দুই টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা প্রকাশের প্রবণতা লক্ষ্য করে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) জানিয়েছে, এই আচরণ প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি দেখা যাচ্ছে, দেশের কিছু অঞ্চলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ ১ ও ২ টাকার কয়েন গ্রহণে অনিচ্ছা প্রকাশ করছেন। অথচ কাগজী নোটের পাশাপাশি এই ধাতব মুদ্রাগুলোও বৈধ এবং সরকার অনুমোদিত। ফলে এগুলো নগদ লেনদেনে ব্যবহার করতে বাধ্যবাধকতা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ মুদ্রা হিসেবে ধাতব কয়েন প্রত্যাখ্যান করা আইনসম্মত নয় এবং এটি অর্থনৈতিক শৃঙ্খলার পরিপন্থী। তাই সর্বসাধারণকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, এই ধরনের অনীহা অর্থনৈতিক কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সাধারণ জনগণের ক্ষতির কারণ হতে পারে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, দেশের প্রচলিত সব ধরনের মুদ্রা, কাগজী হোক বা ধাতব ,সমানভাবে গ্রহণযোগ্য এবং লেনদেনে ব্যবহারযোগ্য। তাই ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণকে আইন মেনে ধাতব মুদ্রা গ্রহণ ও ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।