বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নতুন পুলিশ সুপার হিসেবে জেদান আল মুসাকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে্ এই নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
২৫তম বিসিএসের এ কর্মকর্তা ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশ বাহিণীতে যোগ দেন। ট্রেনিং শেষে ২০০৭ সালে তাঁর প্রথম কর্মস্থল ছিল সাতক্ষীরা। ২০০৮ সালে সিলেট রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার পদে যোগ দেন তিনি। কর্মসূত্রে কিশোরগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী ও দুবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়েছেন তিনি।
এরপর বিভিন্ন সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার দক্ষিণ ও উপ পুলিশ কমিশনার মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে বদলি হন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে।
Leave a Reply