সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তকে বিকেন্দ্রীকরণ করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। তিনি বলেন, “সরকার প্রকল্প নেয় মানুষের দুর্ভোগ লাঘব ও দুর্যোগের সময় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য।”
শনিবার (১১ অক্টোবর) ঝালকাঠি সার্কিট হাউসে জেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, “সরকারি প্রকল্পের অপব্যবহার কোনভাবেই করা যাবে না। আশ্রয়ণ কেন্দ্রগুলো শুধু দুর্যোগকালীন নয়, সারাবছর জনস্বার্থে ব্যবহারযোগ্য করতে হবে।” তিনি স্থানীয় প্রশাসনকে কমিউনিটি সেন্টার ও তরুণদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন।
তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পাশাপাশি বলেন, “২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে। আমরা এমন দেশ রেখে যেতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের গর্বের সঙ্গে স্মরণ করে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন হবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সুষ্ঠুভাবে ভোট প্রদানের দায়িত্ব আপনাদের।”
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে উপদেষ্টা ঝালকাঠির নলছিটি উপজেলার ভরতকাঠির দপদপিয়া কলেজে স্থাপিত ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন।