বগুড়া প্রতিনিধি: র্যাব-১২, বগুড়ার অভিযানে শাজাহানপুরের চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার আসামী পান্নু তালুকদার (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের কলোনী করতোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পান্নু শাজাহানপুর থানার সাবরুল হাটখোলাপাড়া গ্রামের মনসুর তালুকদারের পুত্র। তিনি গত ২২ সেপ্টেম্বরে শাজাহানপুরে সংঘটিত সাগর তালুকদারসহ জোড়া হত্যা মামলার ২ নং আসামী।
র্যাব জানায়, আসামী পান্নু মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশীর নিকট থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর শহরের কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সাগর তালুকদারসহ ২ জন খুন হন। সাগর তালুকদারের বিরুদ্ধে হত্যাসহ ১৭টি মামলা রয়েছে। তিনি পারভেজ হত্যা মামলার অন্যতম সাক্ষীও ছিলেন। অপরদিকে পারভেজ হত্যা মামলার অন্যতম আসামী পান্নু । র্যাব জানায় আটক পান্নুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর তালুকদার হত্যায় তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। র্যাবের দেয়া তথ্যানুযায়ী জিজ্ঞাসাবাদে পান্নু জানিয়েছেন, পারভেজ হত্যা মামলা থেকে বাঁচাতে সাগর তালুকদার বিভিন্ন সময়ে তার নিকট থেকে ৩২ লাখ টাকা চাঁদা দাবী করেন। টাকা না দিলে তাকে হত্যার হুমকী দিতেন। এক পর্যায়ে সাগর তালুকদারের হাত থেকে বাঁচতে তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন।
গত ২২ সেপ্টেম্বর সাগর তালুকদার তার দুই সহযোগী স্বপন প্রামানিক ও মোক্তার হোসেনকে নিয়ে রাতে পুকুরে মাছের খাদ্য দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে সাগর তালুকদার ও স্বপন প্রামানিকের মৃত্যু নিশ্চিত করে। আর পালিয়ে প্রাণে বেঁচে যান মোক্তার হোসেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পান্নু ঐ হত্যা মামলার ২ নম্বর আসামী।
Leave a Reply