লাগামহীন নিত্যপণ্যের দাম, দিশেহারা সাধারণ মানুষ

ভোক্তারা বলছেন, বাজারে সরকারের কার্যকর নজরদারি নেই, ফলে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটই দাম নিয়ন্ত্রণ করছে। আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে গিয়ে সীমিত আয়ের মানুষকে ঋণ করতে হচ্ছে।
ডেস্ক রিপোর্ট:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। আয় না বাড়লেও বাজারে প্রতিদিনই বাড়ছে চাল, ডাল, পেঁয়াজ, ডিম, মাছ ও সবজির দাম। খুচরা বাজারে গত দুই মাসে এসব পণ্যের দাম ১৪ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত বেড়েছে।
টিসিবির তথ্য অনুযায়ী, এক মাস আগে বেগুনের কেজি ছিল ৬০–৯০ টাকা, এখন তা বেড়ে ১০০–১৬০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ছিল ৮০–৯০, এখন ১৫০–১৬০ টাকা। করলা কেজি ৭০–৯০ থেকে বেড়ে ১০০–১২০ টাকা হয়েছে। বরবটি ৭০–৮৫ থেকে বেড়ে ১০০–১২০ টাকায় উঠেছে। দেশি পেঁয়াজ এক মাস আগে ছিল ৫০–৬০, এখন ৭৫–৮০ টাকা।
আর ডিমের ডজন ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কেজিতে ৩০০-৩২০ টাকা, মাঝারি রুই মাছ ৪০০-৪৫০ টাকায় উঠেছে। পেঁপে (৩৫-৪০) ও আলু (২৫-৩০) ছাড়া কোনো সবজি ৮০ টাকার নিচে নেই।
ভোক্তারা বলছেন, বাজারে সরকারের কার্যকর নজরদারি নেই, ফলে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটই দাম নিয়ন্ত্রণ করছে। আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে গিয়ে সীমিত আয়ের মানুষকে ঋণ করতে হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা ও বাজার তদারকির অভাবই এ সংকটের মূল কারণ। তারা বলেন, বাজারে নিয়মিত ও স্থায়ী হস্তক্ষেপ না আনলে নিত্যপণ্যের লাগামহীন দাম থেকে ভোক্তারা মুক্তি পাবে না।