ভারতে পালানোর সময় শেখ হাসিনার পিএস এর ভাই গ্রেপ্তার

এম এ মামুন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য শেখ হাসিনার পিএস সাইফুজ্জামান শেখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী আশরাফুজ্জামান হিসাম (৪৬) ও তার সহযোগী সোহেল হোসেনসহ (৪০) দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ।
সোমবার ০১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটক আশরাফুজ্জামান হিসাম (৪২) মাগুরা সদর উপজেলার মৃত বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ আসাদুজ্জামানের ছেলে ও সোহেল হোসেন(৪০)
চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্ম পাড়ার মৃত শাখাওয়াত হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ইনস্পেকটর অপারেশন হোসেন আলী জানান, আমরা গোপন সংবাদের ভিত্তত্বে জানতে পারি, বিস্ফোরোকসহ একাধিক মামলার আসামী মাগুরা-১আসনের সংসদ সদস্য শেখ হাসিনার পিএস সাইফুজ্জামান শেখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসাম (৪৫) ভারতে পালিয়ে যাওয়ার জন্য চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকার তার সহযোগী আওয়ামিলীগ কর্মী সোহেল হোসেনের সাথে ফার্মপাড়া এলাকায় অবস্থান করছে।
এসময়, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ হিসাম ও সোহেলকে আটক করতে স্বক্ষম হয়। আটকের সময় হিসামের কাছে থেকে একটি পাসপোর্ট, ডলার, টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামানের হিসামের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। আজ দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে মাগুরা সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার তোহিদুর রহমান এর কাছে আটক হিসাম ও সোহেলকে সোপর্দ করা হয়েছে।