ওয়াহেদ ফকির, বগুড়া:
সারা বাংলাদেশের ৫১৬টি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবি নিয়ে (২১ ডিসেম্বর) শনিবার এক্সট্রা-মোহরার/নকল নবিশ এসোসিয়েশন রাজশাহী বিভাগের আয়োজনে বগুড়ায় স্থানীয় করতোয়া কনভেনশন হলে রাজশাহী বিভাগীয় আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সট্রা-মোহরার/নকল নবিশ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা-মোহরার/নকল নবিশদের জাতীয়করণের দাবিতে ১৯৭৩ খ্রিষ্টাব্দ থেকে আমরা আন্দোলন করছি। এরই ধারাবাহিকতায় ঢাকা প্রেসক্লাবের সামনে এক দফা এক দাবি নিয়ে ৪৮ দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি।
স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকল নবিশদের চাকুরী জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকল নবিশদের দাবি-দাওয়া আজো পূরণ করেনি কোন সরকার। আমাদের দাবির মুখে মাননীয় আইন উপদেষ্টা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আমাদের চাকরি জাতীয়করণের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। উক্ত কমিটি পরবর্তী ১৪ কার্য দিবসের মধ্যে নকল নবিশদের যাবতীয় তথ্যাদি আইন মন্ত্রণালয় প্রেরণ করেন এবং মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতা করেন। যদি পরবর্তী তিন মাসের মধ্যে চাকরি জাতীয়করণের কোনো বিলম্ব করে তাহলে সারা বাংলাদেশে সকল নকল নবিসরা পুনরায় কঠোর আন্দোলন যেতে বাধ্য হবে।
তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাব-রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার /নকল নবিশদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার অনুরোধ জানাচ্ছি।
এ সময় রাজশাহী বিভাগের আটটি জেলার নকল নবিশ এসোসিয়েশন সভাপতি ও সাধারণ সম্পাদক চাকরির জাতীয়করণের দাবীতে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আল-আমিন সরকার সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এস কে রুমেল, আঃ জব্বার, শাহ্ রিপন, মাসুদ রানা, রুবেল পারভেজ। এছাড়াও রাশি বিভাগের সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজিজুল হক ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম।
Leave a Reply