রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে খাস পুকুর রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসীরা। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অর্জুনগড় মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা শেখ মোহাম্মদ মোস্তফা নুরুল আমীন, আদিবাসী নেতা মহন চন্দ্র রাই সহ আরো অনেকে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আদিবাসীদের ৯৬ বিঘা সরকারী খাস পুকুর অবৈধ ভাবে ভূমি দস্যু আবুল আনছারি ও জামিল আনছারী জোরপূর্বক ভোগ দখল করার চেষ্টা করে আসছে। আমরা চাই আদিবাসী গ্রামে অবস্থিত সরকারি খাস পুকুর উক্ত গ্রামের আদিবাসীদের লিজ প্রদান করতে হবে। আদিবাসীদের উপর করা মিথ্যা ও হয়রানী মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এর চেয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
Leave a Reply