বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দু’জন সাংবাদিকসহ তিনজনকে মারধর ও লাঞ্চনার ঘটনায় কিশোর গ্যাংয়ের মূল অভিযুক্তসহ ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযুক্তদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গত ৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়স্থ ফ্রেশ জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম, মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি এবং বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন ও তৌফিকুল ইসলাম নামের একজন ব্যক্তিকে মারধর ও লাঞ্চিত করে একদল কিশোর গ্যাং সদস্য।
ঘটনার পরপরই পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার দিক নির্দেশনায় ডিবির ওসি মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে অভিযানে নামে। ওইদিন রাত ১১টা ৪৫ মিনিটে শাজাহানপুর থানার বনানী এলাকা থেকে মূল অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিব (২২) সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপর পাঁচজন হলেন—হাবিবুর রহমান রকি (২৫), তারিকুল ইসলাম (২২), জিসান খান (২১), জিহাদ (২০) ও টুটুল (২০)। তাদের সবার বাড়ি শাজাহানপুর ও বগুড়া সদরের বিভিন্ন এলাকায়।
ডিবি পুলিশ জানায়, রাকিবুলের বিরুদ্ধে পূর্বে হত্যা ও মাদকের দুইটি মামলা এবং হাবিবুর রহমান রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা ও মাদক আইনে মোট ছয়টি মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মারধরের ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply