বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় প্রেমেরে প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে (১৬) প্রকাশ্য রাস্তায় অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা তাহমিনা রহমান (৪৩) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপহৃত কলেজ ছাত্রী শহরের রহমান নগর এলাকার ডাক্তার আনিছুর রহমান এর মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, অপহৃত তাসফিয়া তাসনিম সিদ্দিকী আজিজুল হক কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। অভিযুক্ত অনিক (২৪), পিতা মোজাম্মেল হোসেন, মাটিডালী শাখারিয়া এলাকার বাসিন্দা। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অনিক দীর্ঘদিন ধরে তাসফিয়াকে উত্যক্ত করে আসছিল এবং প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে একাধিকবার হুমকি দিয়েছিল।
ঘটনার দিন, গত ২২ এপ্রিল দুপুরে তাসফিয়া কলেজ থেকে বাসায় ফেরার পথে পুরাতন আজিজুল হক কলেজের সামনে পাকা রাস্তায় পৌঁছালে অভিযুক্ত অনিক ও অজ্ঞাতনামা ২-৩ জন সহযোগী মিলে তাকে জোরপূর্বক একটি সাদা প্রাইভেট কারে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে একটি অজানা নম্বর থেকে তাসফিয়ার মায়ের কাছে ফোন করে অপহরণের খবর জানানো হয়।
মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে অবশেষে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি প্রাথমিকভাবে আমলে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অপহরণকারীদের শনাক্ত ও ভুক্তভোগীকে উদ্ধার করতে জোর তৎপরতা চলছে।
Leave a Reply