ঢাকা অফিস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন হাজারো ছাত্র-জনতা। মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ সেখানে সমবেত হচ্ছেন। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ব্যানার হাতে এই সমাবেশে যোগ দিয়েছেন।
সমাবেশস্থলে ঢাক-ঢোল আর নানা ধরনের স্লোগানে মুখর পরিবেশ তৈরি হয়েছে। আন্দোলনকারীদের ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, এবং ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
বেলা ১১টার দিকে শহীদ মিনার ঘুরে দেখা যায়, মঞ্চ তৈরি এবং এলইডি স্ক্রিন স্থাপনের কাজ চলছে। শহীদ মিনারের বেদীতে বিছানো হয়েছে লাল গালিচা। আশপাশে মানুষজনের আনাগোনা, মিছিল নিয়ে সমবেত হওয়ার দৃশ্য চোখে পড়ে। আন্দোলনকারীদের হাতে বাংলাদেশের পতাকা এবং মাথায় বাঁধা পতাকা সম্বলিত কাপড় ছিল।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, এই সমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করার পরিকল্পনা থাকলেও, রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা আজ সেটি পাঠ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
আন্দোলনের নেতারা জানান, এই ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনের ঐক্যের প্রতীক এবং এটি মানুষের অধিকার ও ন্যায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।
শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সমাবেশ আরও বড় আকার ধারণ করবে বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply