ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ার সদর উপজেলার গোকুল এলাকায় মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের হযরত শাহ শাফি (র.) মাজারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার পশ্চিম রাজিব চৌকিরঘাট এলাকার বাসিন্দা মো. মাসুদ রানা (৩৫), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হাতিশাল এলাকার মো. আবু তালেব (৪০), লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকার মো. বাবু মিয়া ওরফে ফুল বাবু (৩০), এবং পাবনার ঈশ্বরদী উপজেলার চর ছলিমপুর এলাকার মো. মাহামুদুল হাসান (২৪)। অভিযুক্তদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply