বগুড়ায় র্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বগুড়া প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অভিযানে ২০১৩ সালের একটি হত্যাচেষ্টা মামলার ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি মো. মকবুল হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি শহরের ঠনঠনিয়া এলাকার মমতাজ উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে সেউজগাড়ী ঈদগাঁহ লেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি বগুড়া সদর থানার ২০১৩ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পলাতক থাকা মকবুল হোসেনকে র্যাবের একটি অভিযানে সন্ধ্যা ৭টার দিকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।