ঢাকা অফিস: রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা শিগগিরই দূর হবে এবং একটি রোডম্যাপ আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচিত সরকারের কাছে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে বাংলাদেশে বিনিয়োগকারীরা আসতে শুরু করবে। বিদেশে বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
বিদেশের মাটিতে রাজনৈতিক দলগুলোর শত্রু ভাবাপন্ন আচরণ দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই, যতটা বাংলাদেশি রাজনৈতিক দলের শাখা রয়েছে বিদেশে। বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য দলের পক্ষে মিছিল, স্লোগান বা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংকে ক্ষতিগ্রস্ত করছে। এমন কর্মকাণ্ড বাঙালিদের ইমেজ নষ্ট করছে।”
গত চার মাসে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “তারা এমন তথ্য প্রচার করছে, যাতে মনে হয় সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে বা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্যাতন চলছে। এসব অপপ্রচার রুখতে আমাদের গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে।”
বিদেশে দূতাবাসগুলোর সেবার ঘাটতি এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির অভিযোগের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দূতাবাসে প্রবাসীরা সহায়তা পান না—এমন কিছু অভিযোগ সত্য। তবে সব অভিযোগ সঠিক নয়। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির বিষয়েও সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিতে প্রস্তুত।”
তৌহিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক অস্থিরতা শিগগিরই কেটে যাবে। সরকার দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে ও ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
Leave a Reply