বগুড়ায় মসজিদের ইমামকে ছুরিকাঘাত, একজন আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের মালতিনগর এলাকায় “মাটির মসজিদ” নামে পরিচিত একটি মসজিদের ইমামকে চুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত ইমাম এর নাম হাফেজ আব্দুল মান্নান (৭৪)। সোমবার (৩০ জুন) যোহরের নামাজের আযানের পরপরই এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ইমামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এবং সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার পর থেকে দুই যুবক ব্যাগসহ ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে মসজিদের ইমাম আব্দুল মান্নান যোহরের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে এক যুবক হঠাৎ তার ওপর ছুরিকাঘাত করে। ইমাম গুরুতর আহত হয়ে মসজিদের পাশের ড্রেনে পড়ে যান।
স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। একইসঙ্গে হামলায় জড়িত সন্দেহে নোমান (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বগুড়া সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং আটককৃত নোমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার মোটিভ নিশ্চিত হতে এখনো সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ।
ইমাম আব্দুল মান্নানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।