শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মো. গোলাম রব্বানী (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমান কার্যকরী কমিটির সদস্য।
শেরপুর থানা পুলিশ জানায়, শেরপুর থানায় ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়ের করা হয় (মামলা নম্বর-১২, জিআর-৩১৮/২০২৪) মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) রাত ১টা ১৫ মিনিটে শেরপুর থানার বিশ্বা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম রব্বানীর বাড়ি বগুড়ার শেরপুর থানার বিশ্বা গ্রামে। তার পিতার নাম মৃত ইয়াসিন আলী। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।