খুলনা-যশোর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চিকিৎসক সহ নিহত-২

মতিন গাজী,যশোর :
যশোর-খুলনা মহাসড়কের আলীপুর আমডাঙ্গা স্লুইসগেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন চিকিৎসক। নিহতের নাম ডা. সাইফুল ইসলাম (৪৬)। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গত মঙ্গলবার (৯সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ডা. সাইফুল ইসলামের বাড়ি যশোরের ঘোপ এলাকায় । তিনি সিরাজুল ইসলাম ও পারভীন ইসলামের ছেলে। একজন চিকিৎসক হিসেবে সহকর্মী ও রোগীদের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী রানাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রানা (২১) উপহার পাম্পের অপজিটে দও গোডাউনের পাশের রাজুর ছেলে তারা আমডাঙ্গা দও গোডাউনের পাশে ভাড়া থাকত বলে জানা গেছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আজিজুল বারী জানান, মোটরসাইকেল দুইটি মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় ডা. সাইফুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর আরোহী রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজের হসপিটালে গুরুতর অবস্থায় মৃত্যু বরন করেছে।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম আরো বলেন, দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।