দেশপ্রেমের নামে লুটপাট চলেছে: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

যারা গত ১৫ বছর ধরে দেশপ্রেমের কথা বলেছে, তারাই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, মানুষ হত্যা ও গুমের মতো কাজ করেছে। ছাত্রশিবির এমন ভণ্ড দেশপ্রেম চায় না—চায় ন্যায়ভিত্তিক, জুলুমমুক্ত প্রকৃত দেশপ্রেম।তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায়, নির্যাতন বা লুটপাট থাকবে না
সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা গত ১৫ বছর ধরে দেশপ্রেমের কথা বলেছে, তারাই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, মানুষ হত্যা ও গুমের মতো কাজ করেছে। ছাত্রশিবির এমন ভণ্ড দেশপ্রেম চায় না—চায় ন্যায়ভিত্তিক, জুলুমমুক্ত প্রকৃত দেশপ্রেম।
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায়, নির্যাতন বা লুটপাট থাকবে না। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।”
সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখা ও শহর শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি বলেন, “ছাত্রশিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। তবে সংগঠনটি সম্পর্কে জানলে আপনারা দেশ, সমাজ ও নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। শিক্ষক ও অভিভাবকরা পথ দেখাবেন, কিন্তু প্রকৃত পরিবর্তন আনতে হবে নিজেরা।”
তিনি আরও বলেন, “ছাত্রশিবির তরুণদের স্বপ্ন দেখতে শেখায়, লক্ষ্য নির্ধারণ করে দেয় এবং তা বাস্তবায়নের দিকনির্দেশনা দেয়। সফল ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
নারীবিষয়ক প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রশিবিরকে নারীবিদ্বেষী বলা একটি ভিত্তিহীন প্রচারণা। ইসলাম যেমন নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে, তেমনি ছাত্রশিবিরও ছাত্রী সদস্যদের মর্যাদা, অধিকার ও সুযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। এমনকি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রতিও আমাদের আচরণ সম্মানজনক ও সহানুভূতিশীল।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ও সহকারী সেক্রেটারি সহযোগী অধ্যাপক ওমর ফারুক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মো. মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগের প্রধান ড. শাহিনুর রহমান, কলেজের উপাধ্যক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।