২০% বাড়িভাড়া ও তিন দাবি এমপিওভুক্ত শিক্ষকদের মৌলিক অধিকার: ঢাবি সাদা দল

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘সাদা দল’। সংগঠনটি বলেছে, ন্যায্য দাবি আদায়ের আন্দোলন নাগরিকের মৌলিক অধিকার।
নিজস্ব প্রতিবেদক:
তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘সাদা দল’। সংগঠনটি বলেছে, ন্যায্য দাবি আদায়ের আন্দোলন নাগরিকের মৌলিক অধিকার, এবং এমপিওভুক্ত শিক্ষকদের দাবিও তারই অংশ।
রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সাদা দলের নেতারা বলেন, “এই হামলা অমানবিক, অগ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।”
সোমবার (১৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি শিক্ষকদের ন্যায্য ও মৌলিক অধিকার।
বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং এটি মতপ্রকাশের স্বাধীনতার চরম লঙ্ঘন।
সাদা দল সরকারকে আহ্বান জানিয়েছে, শিক্ষকদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে। পাশাপাশি তারা শিক্ষাক্ষেত্রে জাতীয়করণের প্রক্রিয়া শুরু করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা আন্দোলনরত শিক্ষকদের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি মানা শুধু দায়িত্ব নয়, এটি দেশের শিক্ষাব্যবস্থা ও মানবসম্পদ উন্নয়নের অন্যতম শর্ত।”