বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আলোচিত ব্রাজিল হত্যার আসামীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন নিহত ব্রাজিলের স্ত্রী পপি বেওয়া। রোববার সকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পপি বেওয়া বলেন, “চলতি বছরের ৮ জুন আমার স্বামী ব্রাজিলকে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীরা হত্যা করে। আমার স্বামী জাতীয়তাবাদী মতাদর্শী হওয়ায় তাকে সন্ত্রাসীরা নৃশংসভাবে খুন করে।”
তিনি বলেন, “এ ঘটনায় আমার শাশুড়ি পরদিন কাহালু থানায় মামলা দায়ের করেন। কিন্তু আসামীরা সরকার সমর্থক হওয়ায় হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার পরও বেশকছিু আসামীর নাম বাদ দিয়ে মামলা রেকর্ড করা হয়। এরপর আমার শাশুড়ি পুনরায় কাহালু আমলী আদালতে বাদপড়া আসামীদের নামসহ আরেকটি সিআর মামলা দায়ের করেন। মামলা দুইটি বর্তমানে তদন্তাধীন আছে।”
পপি বেওয়া বলেন, “আসামীরা মামলা তুলে আমাদের নিতে নানাভাবে হুমকী দিচ্ছে। মৃত্যুর ভয় আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে।”
প্রকৃত আসামীরা যেন বাদ না পড়ে সেজন্য তিনি প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে পপি বেওয়ার সাথে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত ব্রাজিলের বিরুদ্ধে বিভিন্ন সময় বগুড়ার বিভিন্ন থানায়, অস্ত্র, এসিড সন্ত্রাস ও হত্যাসহ ২৯টি মামলা বর্তমানে বিচারাধীন আছে। একসময় তিনি শহরের চারমাথা বন্দর যুবদলের সভাপতি ছিলেন। তবে মৃত্যুর কিছুদিন আগে তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন এবং আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাকে দেখা গেছে।
Leave a Reply