দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ডেস্ক রিপোর্ট: ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে একটি মিছিল থেকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ সোমবার সকালে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, এ মিছিলের জন্য পূর্বে কোনো অনুমতি নেয়নি দলটি।
বিহারের এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে আজ বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচি ছিল। সকাল সাড়ে ১১টার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবনের উদ্দেশে মিছিল শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও এ মিছিলে যোগ দেন।
দিল্লি পুলিশ জানায়, মিছিলের জন্য আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। দুপুর পৌনে একটার দিকে ভারতীয় গণমাধ্যমে খবর আসে—রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ।
ইন্ডিয়া জোটের অভিযোগ, বিহারে নতুন করে ভোটার তালিকা প্রণয়ন এবং ভোটার হওয়ার যোগ্যতার বিষয়ে নির্বাচন কমিশন যেসব নতুন শর্ত দিয়েছে, তা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ এবং ভোটার বঞ্চনার সমান। এরই প্রতিবাদে তারা মিছিল নিয়ে নির্বাচন কমিশনের দিকে যাচ্ছিলেন।