রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন।
সহকারী ম্যানেজার (প্রোগ্রাম) শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পিয়াস পাল, ট্রেইনার কানাই লাল চৌধুরীসহ আরো অনেকে। প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন ভলেন্টিয়ার অংশ গ্রহণ করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী ৫ ভলেন্টিয়ারের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
Leave a Reply