শামীম উদ্দিন খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাদেকুশা গ্রামে মালচিং ও মাচা পদ্ধতিতে বারোমাসি তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক।
সরেজমিনে গিয়ে দেখা যায় উল্লাপাড়া উপজেলার বাদেকুশা গ্রামের ফরহাদ আলী, আবদুল মালেক, আশরাফ আলী,জহুরুল ইসলাম সহ আরো অনেকে জানান পিকেএসএফ মানবমুক্তি সংস্থার সহযোগিতায় বারোমাসি তরমুজ চাষ শুরু করেন তারা।বারোমাসি কয়েকটি জাতের তরমুজ চাষ শুরু করে আশার আলো দেখছেন। বীজ, সার,কীটনাশ সহ সার্বিক পরামর্শ ও সহযোগিতা পাওয়ায় দিন দিন কৃষকের মাঝে সাড়া পড়েছে।
কৃষক জহুরুল ইসলাম বলেন,মানব মুক্তি সংস্থার টেনিং নিয়ে আমি এই মালচিং ও মাচা পদ্ধতিতে তরমুজ সহ বিভিন্ন সবজি চাষ করতে শুরু করি। চারা রোপণ থেকে শুরু করে তরমুজ সংগ্রহ করতে সময় লাগে মাত্র ৯০ দিন। এই পদ্ধতিতে তুলনামূলক সার, সেচ ও লেবার খরচ অনেক কম হয়। তাতে প্রাচীন পদ্ধতির তুলনায় উৎপাদন খরচ কম ফলন অনেক বেশি এতে আমরা অনেক লাভবান হচ্ছি।
এ বিষয়ে পিকেএসএফ এর সহযোগী সংস্থা মানবমুক্তি সংস্থার কৃষি কর্মকর্তা মো:মোস্তফা কামাল বলেন,পিকেএসএফেরে সহযোগিতায় ও মানবমুক্তি সংস্থার বাস্তবায়নে আমরা মাঠপর্যায়ে কৃষকদের নিয়ে কাজ করে যাচ্ছি। দেশে ফলের চাহিদা পূরণে আমাদের বারোমাসি এই জাতের তরমুজ অনেকটাই সারা ফেলেছে এবং কৃষকরা লাভবান হচ্ছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা:সুবর্না ইয়াসমিন বলেন, রাজশাহী বিভাগে বারোমাসি তরমুজ চাষের প্রকল্প চলমান আছে। বারোমাসি তরমুজ চাষে দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে।
Leave a Reply