রায়গঞ্জে বন্ধ রাস্তা খুলতে পরিদর্শন করলেন প্রকৌশলী মাহবুব
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লীবিদ্যুৎ মোড়কে দুর্ঘটনা প্রবণ এলাকা ঘোষণা করে দ্রুত নিরাপদ ব্যবস্থা গ্রহণ এবং বন্ধ রাস্তা চালুর দাবিতে গত ২৫ জুন বুধবার স্থানীয় জনসাধারণ ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে।এরই পরিপ্রেক্ষিতে রাস্তাটি সংস্কার ও বন্ধ রাস্তা খুলে দেয়ার জন্য সরেজমিনে পরিদর্শন করলেন সাসেক প্রকল্পের প্রকৌশলী মো:মাহবুবুর রহমান ও আব্দুল মোনেম কোম্পানির কর্মকর্তা বৃন্দ।
বৃহস্পতিবার(২৬ জুন)দুপুরে উপজেলার ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঝুকি পূর্ন রাস্তাটি পরিদর্শন কালে হাইওয়ে প্রকৌশলী মো:মাহবুবুর রহমান বলেন পল্লীবিদ্যুতকে বার বার চিঠি দেয়া হয়েছে কিন্তু তারা বিষয়টি আমলে নেননি। যদি পল্লী বিদ্যুৎ অফিস ১২ ফুট জায়গা ছেড়ে দেয় তাহলে আমরা নির্মাণ কাজ করতে পারবো। জন সাধারনের সমস্যা সমাধানের জন্য আমরা রাস্তাটি সংস্কার ও নতুন সংযোগ করে দেয়ার ব্যবস্থা করবো।
এসময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম নজরুল ইসলাম, দৈনিক করতোয়ার প্রতিনিধি রুহুল আমিন বকুল এশিয়ান টিভির চলনবিল প্রতিনিধি মো:শামিম উদ্দিন খান,সিরাজগঞ্জ বার্তার সাংবাদিক শাহিন রেজা,শ্যামল বাংলা স্টাফ রিপোর্টার আল-আমিন,শ্রমিক নেতা মোক্তার হোসেন সহ আরো অনেকে।