বগুড়ায় কৃষক লীগের সাবেক সভাপতিকে কুপিয়েছে সন্ত্রাসীরা
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হযরত আলী (৩৪) কে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকেলে উপজেলার নেপালতলী ইউনিয়নের জয়ভোগা গ্রামের আকন্দপাড়ায় এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হযরত আলী উপজেলা জয়ভোগা এলাকার আব্দুল খালেকের ছেলে।
হযরত আলীর ভাই খায়রুল ইসলাম লিখন জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে তার ভাই হযরত আলী আকন্দপাড়ায় বাড়ীর অদূরে জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় ১৫-২০ সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এবং লাঠিসোটা ও লোহার রড দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে তার দুই হাত ও দুই পা ভেঙ্গে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ধানের জমিতে পড়েছিলেন। পরে সন্ধ্যা ৬ টার দিকে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে ভর্তি করে দেন।
খায়রুল ইসলাম লিখন আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষরা তার ভাইয়ের ওপর এই হামলা চালিয়েছে। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।