রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, অল্পের জন্য বেঁচে গেলেন স্ত্রী-পুত্র

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অল্পের জন্য বেঁচে গেছেন নিহতের স্ত্রী-পুত্র। বৃহস্পতিবার (১২ জুন) সকালে দিকে মহাসড়কের পল্লী বিদুৎ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খগেন্দ্র নাথ মাহাতো ( রাঙা ) রায়গঞ্জ উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের বাসিন্দা রংলাল চন্দ্র মাহাতোর পুত্র । জানা যায়, সড়ক দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি তার স্ত্রী ও পুত্রকে মটরসোইকেল থেকে নামিয়ে দিয়ে হাটিকুমুরুলের উদ্দেশ্যে যাত্রা করেন। এর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি সড়ক দুঘঁটনার শিকার হন।
ঘটনার প্রত্যক্ষদর্শীসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল নিয়ে চান্দাইকোনা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডের পল্লী বিদুৎ এলাকায় আসলে বগুড়াগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খগেন্দ্র নাথ ( ৪২) মাহাতো নিহত হন। নিহত খগেন্দ্র নাথ মাহাতো ২ সন্তানের জনক বলে জানা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।