বরগুনার আমতলীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যৌথ বাহিনীর অভিযান

মহিবউল্লাহ কিরন,বরগুনা:
বরগুনার আমতলী উপজেলায় ঢাকা কুয়াকাটা মহাসড়কের আজ বৃহস্পতিবার যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে গাড়ির কাগজপত্র না থাকায় মোট তিনজনকে জরিমানা করা হয়।
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর ৩নং ওয়ার্ডের নতুন বাসস্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: সাইদুর রহমান এবং আমতলী থানা পুলিশের উপ-পরিদর্শক মো: শাহাবুদ্দিন। অভিযানটি বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে।
অভিযানে মহাসড়কে চলাচলরত পরিবহনের চালকদের সচেতন করাসহ সড়কের শৃঙ্খলা ফেরাতে চালকদের দিকনির্দেশনা দেয়া হয়। অভিযানকালে গাড়ির কাগজপত্র না থাকায় তিনজনকে জরিমানা করা হয়।