বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছে কাহালু উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. মোশারফ হোসেন। কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিম, বামুজা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আব্দুল মান্নান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভ‚ইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, শিক্ষক নেতা জয়নুল আবেদীন খান ফিরোজ, প্রধান শিক্ষক ইব্রাহিম আলী, সুপার এবিএম আবু হাসান দেওয়ান, উপজেলা প‚জা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রঞ্জন কুমার, কাহালু বাবুর বাড়ী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ সরকার প্রমুখ।
Leave a Reply