নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

খ,ম,জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)
“স্বেচ্ছায় সততায় করিবে রক্তদান, আমার রক্তে বাঁচবে অন্যের প্রাণ ” স্লোগানকে ধারণ করে ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় সততা ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়ীয়ার উদ্যোগে এবং প্রবাসী হাফেজ মোঃ জাকারিয়া সুহায়েল চৌধুরীর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার ১৬ অক্টোবর ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার চাপড়তলা ইউনিয়নে সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানবিক অরাজনৈতিক সংগঠন সততা ব্লাড ব্যাংকের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।
স্থানীয় চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা রক্তের গ্রুপ নির্ণয়ে সহায়তা করেন । সততা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ শরীফ আহমেদ বলেন, আমরা চাই প্রত্যেক মানুষ তার নিজের রক্তের গ্রুপ কি, তা জানুক। এতে জরুরি মূহুর্তে রক্তদান সহজ হবে। আমাদের এই প্রচেষ্টা সারা উপজেলাব্যাপী অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন, রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়ীয়ার প্রতিনিধি অমৃত সহ সততা ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালা এলাকার ইতিবাচক সারা ফেলে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক আয়োজন অব্যাহত রাখার জন্য আহবান জানান।