ঝিনাইদহ কালীগঞ্জে এমপিও ভুক্ত শিক্ষক -কর্মচারীদের তিন দফা দাবিতে মানববন্ধন।

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদক
এমপিও ভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ও শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে উপজেলা মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসা থেকে শত শত শিক্ষক কর্মচারী মানববন্ধনে যোগ দেন।
এসময় বক্তৃতা করেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক হারুনর রশিদ, মাদরাসাশিক্ষক নেতা নজরুল ইসলামসহ শিক্ষক নেতারা।
তিন দফা দাবিতে ১২ অক্টোরব ঢাকায় বিশাল জনসমাবেশের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। ১৩ অক্টোবর থেকে সারাদেশে স্কুল কলেজ ও মাদরাসায় কর্মবিরতী পালন করছে। তাদের দাবি না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাস্তায় থাকবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।
গত ৭ অক্টোবর ঢাকাতে একটি প্রোগ্রাম করেছিলাম। সেখানে আমাদের নেতাদের দাবি ছিলো জাতীয়করণের। তবে শিক্ষকদের দাবি নিয়েই যখন আন্দোলন হচ্ছে সেখানে, তাই অনাকাঙ্খি ঘটনার তীব্র নিন্দা জানান শিক্ষকরা কর্মবিরতি কালে শিক্ষকরা জানান, তিনদফা দাবি বাস্তবায়ন না হলে তারা ক্লাসে ফিরে যাবেন না। অনেক ছাত্র-ছাত্রী শিক্ষকদের এই আন্দোলনের সাথে শরিক হন।