বগুড়া প্রতিনিধি: রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান। এর আগে তিনি জেলা পর্যায়ে বগুড়া জেলায় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। বগুড়া জেলা থেকে আরো দু’টি ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
জানা যায়, প্রতি বছর প্রাথমিক শিক্ষা বিভাগে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর রাজশাহী বিভাগ থেকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী নির্বাচন করা হয়।
এ বছর বিভাগীয় পর্যায়ে চুড়ান্তভাবে নির্বাচিতদের মধ্যে বগুড়া জেলার শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শাজাহানপুর উপজেলার ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফা ইয়াসমিন শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন।
বিভাগীয় পর্যায়ে চুড়ান্ত বিজয়ীদের মাঝে পদক তুলে দেন প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির এবং সদস্য সচিব প্রাথমিক শিক্ষা, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মো. সানাউল্লাহ্।
Leave a Reply