বগুড়ায় মাটি চুন সিমেন্ট দিয়ে ভেজাল সার ও কীটনাশক তৈরির দায়ে ২ জন আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরতলীর গোদারপাড়া এলাকায় নামবিহীন কারখানায় মাটি-চুন, সিমেন্ট ও রং মিশিয়ে ভেজাল সার ও কীটনাশক তৈরীর অভিযোগে যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় ৫ শতাধিক বস্তা ভেজাল সার ও এসব পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। গত শনিবার রাত ১০ টার দিকে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ এর নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
অভিযান সূত্র জানায়, এ সময় প্রায় ১শ’ বস্তা টিএসপি সার, ২২ বস্তা জিংক ক্রোজিং, চমক বোরন, এবি ফুরানসহ প্রায় ১৭ প্রকার তৈরী সার, কিটনাশক এবং এসব পণ্য তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে মাটি-চুন, সিমেন্টের মতো পদার্থ দিয়ে তৈরী এসব সার ও কীটনাশক বির্ভিন্ন কোম্পানীর ১৭টি ব্র্যান্ডের নকল মোড়কে বাজারজত করে আসছিলো বেনামী এই প্রতিষ্ঠান।
ভেজাল পণ্য ছাড়াও ৩ শতাধিক বস্তা মাটি, সিমেন্ট, চুনসহ বিভিন্ন কাঁচামাল এবং ভেজাল সার ও কীটনাশক তৈরীর নানা প্রকার সরঞ্জাম জব্দ করা হয়। এসময় ওই কারখানার মালিক পক্ষের কেউ উপস্থিত না থাকলেও সার তৈরীর সময় ২জন শ্রমিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিষ্ঠানটির কোন বৈধ কাগজপত্র কিংবা সাইন বোর্ড নেই।
বগুড়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মনছুর রহমান বলেন, এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে, তারমধ্যে মাটি, চুন ও সিমেন্ট। ফসলের উপকারী কোনো উপকরণ পাওয়া যায়নি। নকল সার ও কীটনাশক ব্যবহারে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, ‘অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে।