প্রয়াত আলতাফ হোসেন স্মরণে জাসাস এর স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন।
সংগঠনের মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য আতিকুর রহমান, উপদেষ্টা লায়ন গণী মিয়া বাবুল, ড. এসএম নূরুজ্জামান। প্রতিষ্ঠাতা মুহম্মদ আলতাফ হোসেন এর পুত্র ডাক্তার মো. মনির হোসেন ও মুনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি খায়রুল ইসলাম, মিজুর রহমান প্রিন্স, জামাল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহামুদুল হাসান, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আতিকুর রহমান আজাদ, অর্থ সচিব আবেদ আলী প্রমুখ।
স্মরণসভায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোআ পরিচালার মাধ্যেমে অনুষ্ঠান শেষ করা হয়।