জানা গেল ভিপি নূরের উপর হামলাকারীর পরিচয়

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা ধরে চলে ইটপাটকেল নিক্ষেপ। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভিডিডও ফুটেজে দেখা যায়, পুলিশ-সেনাবাহিনীর সামনেই ভিপি নূরকে লাল টি-শার্ট পরিহিত এক ব্যক্তি রড দিয়ে বেধড়ক পেটাচ্ছে।
বাংলার ২৪ ঘণ্টা প্রতিবেদক:
শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে বেধরড়ক পেটানো সেই ব্যক্তির পরিচয় জানা গেছে। হামলার সময় মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে বেশ মারমুখী আচরণ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই গণঅধিকারের নেতাকর্মীদের নির্দয়ভাবে পেটান ওই ব্যক্তি। সামাজিক মাধ্যমে মারধরের ওই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন ওঠে, মেরুন রঙের টি-শার্ট পরিহিত এই ব্যক্তি আসলে কে?
শনিবার (৩০ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, হামলাকারী ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩। তবে ফেসবুকে একাধিক পোস্টে দাবী করা হয়েছে- ঐ ব্যক্তির নাম ফরহাদ রেজা। তিনি যুবলীগের নেতা বলে দাবী করা হয়েছে।
রাশেদ লিখেন, মেরুন পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। তবে, সোশ্যাল মিডিয়ায় যেমনটা দাবি করা হচ্ছে, তেমনটি নয়, তিনি নুরকে পেটাননি। ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।
যদিও ফেসবুকের পোস্টে অনেকেই দাবী করেছেন, রড হাতে পুলিশ ও সেনাবাহিনীর সামনে নুরুল হক নুরকে বেধড়ক মারপিট করা লাল টি শার্ট পড়া ব্যক্তি যুবলীগ নেতা ফরহাদ রেজা। গত ১৫ আগষ্ট ৩২ নাম্বারে শোক জানাতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন।
তবে তিনি ফরহাদ রেজা নাকি পুলিশ কনস্টেবল মিজানুর সেবিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা ধরে চলে ইটপাটকেল নিক্ষেপ। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভিডিডও ফুটেজে দেখা যায়, পুলিশ-সেনাবাহিনীর সামনেই ভিপি নূরকে লাল টি-শার্ট পরিহিত এক ব্যক্তি রড দিয়ে বেধড়ক পেটাচ্ছে।
গণঅধিকার পরিষদের দাবি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলের পেছন থেকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা হামলা চালায়। এতে গণ অধিকারের সভাপতি ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান আহত হন। ভিপি নূর রডের আগাতে গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন কিছুটা উন্নতি হয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও ছিল।